শুক্রবার

১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রেলের পশ্চিমাঞ্চলে শিডিউল বিপর্যয়, যাত্রী ভোগান্তি চরমে প্রতিটি নাগরিককে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী বুবলির পর থানায় জিডি করলেন অপু পাকিস্তানে ৭ ঘুমন্ত শ্রমিককে গুলি করে হত্যা বাগমারায় তহশীলদার সাজ্জাদকে বদলির খবরে মিষ্টি বিতরণ রাজশাহী নগরীতে কবরস্থান বাস্তবায়নের দাবিতে ১১ মসজিদের মুসল্লিদের মানববন্ধন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রাসিক মেয়রের সাথে গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হেরোইন বহনের দায়ে গোদাগাড়ীর ২ যুবকের যাবজ্জীবন নিজের নামে কোনো প্রকল্প চান না প্রধানমন্ত্রী

রানীনগরে র‌্যাব কর্তৃক পাঁচজন সন্ত্রাসী আটক

Paris
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব’র নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার রানীনগর থানাধীন পশ্চিম বালুভরা এলাকায় কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন-এর নেতৃত্বে একটি চাঁদাবাজ সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে চাঁদা দাবী ও ভয়ভীতি প্রদান করে নেওয়া মালামাল অফিস টেবিল-২ টি, হুইল চেয়ার -০২ টি, হাতল চেয়ার-০২টি, স্টান্ড ফ্যান-০১টি,

নগদ টাকা-৯,৭৯০ মোটরসাইকেল-০১টি, মোবাইল-০৬ টি, সীমকার্ড- ১০টিসহ লুৎফর রহমান (৪৫), পিতা- মৃত আঃ গফুর শাহ, মাসুম @ নাজমুল হক (৩৪), পিতা- মোঃ জালাল উদ্দিন শেখ, মোঃ নয়ন (৩০), পিতা- মোঃ জালাল, মোঃ রাহিম (২৮), পিতা- আঃ রাজ্জাক, মোঃ আসাদুল হক @ মফিজ (৩৩), পিতা- মৃত মছির উদ্দিন, সর্ব সাং-পশ্চিম বালুভরা, থানা-রানীনগর, জেলা- নওগাঁদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে নওগাঁ জেলার রানীনগর থানার পশ্চিম বালুভরা গ্রামস্থ পশু হাসপাতাল মোড়ের নিকট “ডাক্তার সেবা” নামক একটি জনকল্যানমূলক প্রতিষ্ঠান ম্যানেজারের হতে ২৫,০০০ টাকা চাঁদা গ্রহণ করে এবং আরো ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে।

উক্ত প্রতিষ্ঠান ৫ লক্ষ টাকা চাঁদা প্রদানে অস্বীকার করায় তারা ম্যানেজারকে বেদম মারধর করে এবং প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেয়। পরবর্তীতে ৫ লক্ষ টাকা চাঁদা না পেয়ে উক্ত “ডাক্তার সেবা” অফিস হতে টেবিল, ডেক্স, চেয়ার, টাকাপয়সা, ফ্যান, অফিসিয়াল নথিসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যক্তিগণ এলাকার চাঁদাবাজ সন্ত্রাসী। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ চাঁদাবাজী-ছিনতাই করে আসতেছে। তাদের প্রত্যেকের নামে রানীনগর থানায় চাঁদাবাজী, ছিনতাই, খুন, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার রানীনগর থানায় মামলা রুজু করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris