সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বানর মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান

Paris
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১


প্রথম বন্ধু: জানিস, বানর মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান।
দ্বিতীয় বন্ধু: কীভাবে?
প্রথম বন্ধু: তারা জেনেশুনেই কথা বলতে শুরু করেনি।
দ্বিতীয় বন্ধু: কেন?
প্রথম বন্ধু: কারণ তারা জানে, কথা বলতে শুরু করলেই কাজ করতে হবে।

****

বড়শি দেখলেই ঝুলে পড়বে
একটি পুকুরে দুটি পুঁটি মাছের কথোপকথন—
প্রথম পুঁটি: এই বদ্ধ জায়গায় আর থাকতে ইচ্ছে করে না।
দ্বিতীয় পুঁটি: তাহলে কী করবি?
প্রথম পুঁটি: এই পুকুরের বাইরের জগৎটা দেখতে বড় সাধ হয়।
দ্বিতীয় পুঁটি: এখান থেকে বের হওয়ার একটা মাত্র উপায় আছে।
প্রথম পুঁটি: কী উপায়?
দ্বিতীয় পুঁটি: বড়শি দেখলেই ঝুলে পড়বে।

****

নেকড়ের কবলে ভেড়া
ভেড়ার ঘাড় কামড়ে আহত করে নেকড়ে বলল, ‘তোর ভাগ্য ভালো যে আমার হাতে পড়েছিস। একবার শুধু ভেবে দেখ, তোর কী অবস্থা হতো, যদি নেকড়ের পুরো দল তোকে ধরত!’


আরোও অন্যান্য খবর
Paris