সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৬ জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার

Paris
Update : শনিবার, ২৪ জুলাই, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০৪ জন, বাগমারা থানা ০১ জন, দুর্গাপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।

যার মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ০৫ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। তানোর থানা পুলিশ ১নং মোঃ সবুর রহমান (৩৫) কে ০৫ লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ আইনাল হক (৪১) কে ৮০গ্রাম গাঁজাসহ আটক করে।

দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ ইউনুস আলী (৫০) কে ০৩কেজি ৫০০গ্রাম গাঁজা, ২নং মোঃ হেলাল উদ্দিন (৪০) এবং ৩নং মোঃ মাহমুদুল হাসান @ বাবু (২২) কে ৩০গ্রাম গাঁজাসহ আটক করে।

পুুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ মুক্তার আলী (৪৫) কে ০৪গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ হেলাল হোসেন (২৩) কে ০১বোতল বিদেশী মদ এবং ২নং মোঃ সোনাচাঁদ প্রামানিক (৩৯) কে ২২৫গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris