শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাকাতের কবলে গরু বিক্রেতা!

Paris
Update : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

এক গরু বিক্রেতা কুরবানির পশুর হাট থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ডাকাতে ধরল-
ডাকাত: এই ব্যাটা, কী কী আছে দে!
বিক্রেতা: আমার কাছে কিছু নাই!
ডাকাত: কিছু নাই কেন?
বিক্রেতা: গরুটা বিক্রি করতে পারি নাই।
ডাকাত: বিক্রি করতে পার নাই কেন?
বিক্রেতা: দাম কম বলেছে, তাই বিক্রি করি নাই।
ডাকাত: এই বোকা, গরুটার দাম কম হলে আমরা টাকা কম পেতাম। তুই গরুটা বিক্রি করলি না কেন?

****

দুধের পাতিলে ইঁদুর
গৃহকর্মী: খালাম্মা, দুধের পাতিলে একটা ইন্দুর পড়ছে।
গৃহিণী: কী! তাড়াতাড়ি ইঁদুরটা সরা।
গৃহকর্মী: ইন্দুর সরানোর ব্যবস্থা কইরাই আফনেরে বলছি।
গৃহিণী: কী ব্যবস্থা করেছিস?
গৃহকর্মী: পাতিলের ভিতরে একখান বিলাই রাইখা আসছি!

****

স্বামীকে বোকা বলল স্ত্রী
সকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে। স্ত্রী রেগে গিয়ে স্বামীকে যা-তা শুনিয়ে দিচ্ছে। নিরুপায় স্বামী বলল-
স্বামী: বোকার মতো কথা বলো না।
স্ত্রী: সে কী! তা না হলে তুমি বুঝবে কী করে?


আরোও অন্যান্য খবর
Paris