বুধবার

১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিয়োগ পেলেন ১৫০ এসিল্যান্ড

Paris
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

এফএনএস : দেশের বিভিন্ন স্থানে ১৫০ জন এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) নিয়োগ পেলেন। এজন্য বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করে গত সোমবার ভূমি মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ২৫ মে এ সহকারী কমিশনারদের ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছিল।

মাঠ পর্যায়ে ভূমি রাজস্ব প্রশাসনে নামজারী, জমাভাগ ও জমা একত্রীকরণ এবং রেকর্ড সংশোধন, সরকারি খাস জমি ও অকৃষি জমি ব্যবস্থাপনা, সায়রাত মহাল ব্যবস্থাপনা, অবৈধ দখলদার উচ্ছেদ, রেন্ট সার্টিফিকেট মামলা পরিচালনা ও নিষ্পত্তি তথা সর্বোপরি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সহকারী কমিশনার (ভূমি)। আদেশে বলা হয়েছে, সহকরী কমিশনার (ভূমি) পদায়নের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের ২০১৯ সালের ৬ মার্চের পরিপত্রটি অনুসরণ করতে হবে।

ন্যস্ত করা কর্মকর্তাকে তার নিজ জেলা ও স্পাউসের জেলায় বদলি/পদায়ন করা যাবে না। কোন কর্মকর্তা যথাসময়ে পদায়ন করা বিভাগে যোগদান করতে ব্যর্থ হলে তাকে সহকারী কমিশনারের (ভূমি) পদ থেকে প্রত্যাহার করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধ করা হবে। তবে, ক্ষেত্র বিশেষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বে যোগদানের জন্য ভূমি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris