সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোর গ্যাংয়ের তিন জনকে আটক করে অভিভাবককে দিল নগর পুলিশ

Paris
Update : সোমবার, ৩১ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করার পর অভিভাবকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তাদের আটক করেছিল নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গত শনিবার রাতে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। পরে রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমে স্টিলের তৈরি একটি হ্যান্ড গ্লাভসসহ এক কিশোরকে আটক করা হয়।

তখন পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, ব্রাদার্স ব্রিলিয়ার্ড খেলে। এই গ্রুপে তাঁর সঙ্গে আরও কয়েকজন আছে। তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আরও দুই সদস্যকে আটক করে থানায় নেয়া হয়। পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদের চুল কাটার ধরণই বলে দেয় তাঁরা কিশোর গ্যাংয়ের সদস্য। থানায় নেয়ার পর তাঁদের নানাভাবে বোঝানো হয়।

এরপর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের দির্কনির্দেশনা অনুযায়ী এদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা না নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়। ওই তিন কিশোর কোন অপরাধে সম্পৃক্ত হবে না বলে কথা দিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই তিন কিশোরের দিকে নজর রাখবে বোয়ালিয়া থানা পুলিশ। সার্বক্ষণিক তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে বলেও পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris