শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কফিতে পেট্রলের গন্ধ কেন?

Paris
Update : সোমবার, ৩১ মে, ২০২১

কফিতে পেট্রলের গন্ধ কেন?
এক লোক দোকানে গেছেন চা খেতে। চায়ে চুমুক দিতেই তিনি বললেন-
লোক: এহ হে, কী দিছেন এইটা? এইটার মধ্যে তো পেট্রলের গন্ধ!
দোকানদার: তাইলে এইটা চা না, কফি দিছি।
লোক: মানে?
দোকানদার: কারণ আমাদের কফিতে লোকে পেট্রলের গন্ধ পায়!

****

বেশি ক্ষুধা অনুভব করছি
এক শেয়ার ব্যবসায়ী গেছেন রেস্টুরেন্টে পিৎজা খেতে-
ওয়েটার: স্যার, আপনাকে পিৎজাটা কয় ভাগ করে দেব? চার ভাগ, না ছয় ভাগ?
শেয়ার ব্যবসায়ী: তুমি বরং আমাকে আট ভাগ করে দাও, আমি একটু বেশি ক্ষুধা অনুভব করছি!

****

এক সপ্তাহ আগের মাটন কাটলেট
রেস্তোরাঁয় ওয়েটারকে এক ভদ্রলোক বললেন-
ভদ্রলোক: গত সপ্তাহে আমি এখানে মাটন কাটলেট খেয়েছিলাম। আজও খাচ্ছি। কিন্তু সেদিনেরটা অনেক ভালো ছিল।
ওয়েটার: কী বলেন স্যার! দুটি কাটলেটই তো একই দিনে বানানো।


আরোও অন্যান্য খবর
Paris