শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : শেখ হাসিনা রাজশাহীতে আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বড়াল নদের উপর ব্রীজ নির্মান স্থান পরিদর্শন করেন যুগ্ম সচিব পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

সমাধান দিলেন বাইডেন গাজা ও ইসরাইলে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Paris
Update : রবিবার, ২৩ মে, ২০২১

এফএনএস : ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি শুক্রবার থেকে কার্যকর হয়েছে। প্রায় দুই সাপ্তাহের সংঘর্ষের পর মিশরের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মাঝে মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তা লঙ্ঘনের কোনো খবর পাওয়া যায় নি যদিও দু পক্ষই বলে রেখেছে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তারা পাল্টা হামলার জন্য প্রস্তুত রয়েছে। প

্রায় দুই সাপ্তাহের সংঘর্ষে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় নজিরবিহীন বর্বরতা চালায় এবং দারিদ্র্যপীড়িত গাজার বিরাট অংশ বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর গাজার জনগণ রাজপথে বিজয় মিছিল করেছেন। এ সময় বিধ্বস্ত ভবনের সামনে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। ইসরাইলি বর্বর আগ্রাসনের কারণে গাজার জনগণ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন নি। শুক্রবার গাজা উপত্যকা জুড়ে সেই স্থগিত ঈদ উদযাপন হয়েছে। ইসরাইলি বর্বর আগ্রাসনের মুখে হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন যে সাহসিকতার সাথে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে তাতে জনগণ তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় তাদের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন। -পার্সটুডে

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র করাই এই সংঘাতের সমাধান এবং এটাই একমাত্র পথ। একই সঙ্গে গাজা পুনর্নির্মাণের প্রচেষ্টা সংগঠিত করতে সহায়তা করার প্রতিশ্রুতি দেন তিনি। খবর আল-জাজিরার। শুক্রবার হোয়াইট হাউসে বাইডেন আরও বলেছেন, ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করতে হবে। তাদের অস্তিত্ব স্বীকার না করলে শান্তি আসবে না। ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমার যে প্রতিশ্রুতি, তার কোনো পরিবর্তন হবে না। প্রতিশ্রুতি হলো ইসরায়েলের নিরাপত্তা, এটার কোনো পরিবর্তন ঘটবে না। বাইডেন আরও বলেন, তিনি ইসরায়েলিদের জেরুজালেমে দাঙ্গা বন্ধ করতে বলেছিলেন।

চলতি মাসে শেখ জারাহ দখল নিয়ে সংঘর্ষে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। তারপর শুরু হয় ফিলিস্তিনর ওপর দমন-পীড়ন। অনেকে এলাকা ছাড়েন। অনেকের নামেই মামলা হয়; যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ে। সোচ্চার হয় মুসলিম বিশ্ব এবং তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ভূমিকা। ১১ দিন ধরে সংঘাত চলার পর ২০ মার্চ রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে। গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোঁড়া রকেটে ১২ জন নিহত হয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris