মঙ্গলবার

১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সারাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য ১২৬০০ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান বিএসএফ’র পোশাকধারী মাদক পাচারকারী রাজশাহীর রেন্টু আটক রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে ২১ জন গ্রেফতার দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দিচ্ছে সরকার ধরাছোঁয়ার বাইরে স্বর্ণ পাচারচক্রের মুল হোতারা আরডিএ খাঁচা মার্কেটের দেয়ালে গাছের শেকড়ের ফাঁটল, মারাত্মক ঝুঁকিতে ভবন ফাহাদ বায়োলজি থেকে মেডিকেল কলেজে সুযোগ পাওয়া ২৫৯ শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান ১৫ মে থেকে বাজারে আসছে রাজশাহীর আম

রাবি সাংবাদিকতা বিভাগে সভাপতির নতুন দায়িত্বে ড. মুসতাক আহমেদ

Paris
Update : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

রাবি সংবাদদাত : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের অধ্যাপক ড. মুসতাক আহমেদ। গতকাল বুধবার দুুপুর ১২টার দিকে বিভাগটির সভাপতির চেম্বারে সদ্যবিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের নিকট থেকে আগামী ৩ বছরের জন্য তিনি সভাপতির দায়িত্ব বুঝে নেন। এসময় অন্যান্যের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, তানভীর আহমদ, মো. মশিহুর রহমান, ড. মোজাম্মেল হোসেন বকুল, মো. শাতিল সিরাজ, ড. এবিএম সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক মামুন আবদুল কাইউম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিভাগের শিক্ষকবৃন্দ নতুন সভাপতি অধ্যাপক . মুসতাক আহমেদ ফুলেল শুভেচ্ছা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. মুসতাক আহমেদ ২০০১ সাল থেকে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে শিক্ষকতা করছেন। উত্তরবঙ্গের ছোট জেলা জয়পুরহাটের আক্কেলপুর থানার প্রত্যন্ত গ্রাম বিহারপুরের আজিম উদ্দিন আহমেদ ও আকতার হাসনা হেনা আহমেদ এর ছোট ছেলে। মা স্বপ্নবিলাশী দুখিনী-গৃহিনী আর বাবা ছিলেন আক্কেলপুর (বেসরকারী) এফ ইউ পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং আক্কেলপুর থানা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি (১৯৯৪-২০০২)।

শিক্ষক হিসেবে ২০০৯-২০১১ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বপালন করেন। ২০১৮ সালে ভারতের সাউথ এশিয়ান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (স্যামা) কর্তৃক ‘বেস্ট টিচার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ পান। ২০১৯ সালে অধ্যাপক মুসতাক ফিলিপাইনে এমিক কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করে প্রশসিংত হন। লেখালেখি ও শিক্ষক রাজনীতিতে সক্রিয় তিনি। মুসতাক আহমেদ ২০১৯ সালে চীন সরকারের চাঙসা সিটি কর্পোরেশনের মেয়রের আমন্ত্রণে আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণ করেন।

টিভিতে টকশো করেন। অ্যাকাডেমিক বই রচনা করেছেন, সম্পাদনা করেছেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ: বিশ্বস্মৃতিতে আমরা’ নামে গ্রন্থ। টেলিভিশন সাংবাদিকতা টেকনিক ও টেকনোলজি, মিডিয়া ও ডিসকোর্স, গণমাধ্যমের রাজনৈতিক অর্থনীতি, গণমাধ্যম ও সুশীল সমাজ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ: বিশ্বস্মৃতিতে বাংলাদেশ তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ। এছাড়াও মিডিয়াতে প্রতিবন্ধীদের উপস্থাপন বিষয়ে তিনি উচ্চতর ডিগ্রী করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris