শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : শেখ হাসিনা রাজশাহীতে আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বড়াল নদের উপর ব্রীজ নির্মান স্থান পরিদর্শন করেন যুগ্ম সচিব পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

মান্দায় ৩৩৩-তে ফোন দিয়ে খাদ্য সহায়তা পেলেন ওরা

Paris
Update : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

মান্দা প্রতিনিধি : ৩৩৩ নম্বরে ফোন দিয়ে নওগাঁর মান্দায় করোনাকালিন খাদ্য সহায়তা পেয়েছেন অসহায় চারব্যক্তি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার তাদের হাতে চাল, ডালসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তাপ্রাপ্তরা হলেন, উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের মেহেদী হাসান ও শ্রীরামপুর গ্রামের জুয়েল রানা, চককুসুম্বা গ্রামের নওসাদ আলী এবং মৈনম ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের খাদিজা বিবি।

সহায়তাপ্রাপ্ত খাদিজা বিবি জানান, করোনাভাইরাস মহামারিতে পরিবারের সদস্যদের নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে। ৩৩৩ নম্বরে ফোন দেওয়ার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, করোনাকালিন সহায়তার জন্য উপজেলা প্রশাসনের সবধরণের প্রস্তুতি রয়েছে। ৩৩৩ নম্বরে ফোন দিলে যাচাই-বাছাই করে তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে খাদ্যসামগ্রী।


আরোও অন্যান্য খবর
Paris