শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : শেখ হাসিনা রাজশাহীতে আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বড়াল নদের উপর ব্রীজ নির্মান স্থান পরিদর্শন করেন যুগ্ম সচিব পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মহাদেবপুরে ১৪০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

Paris
Update : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার, নওগাঁ : জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচির আয়োজন করে। ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এমন প্রতিপাদ্যে (২৩-২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। করোনার কারণে সামাজিক দূরত্ব ব্যাহত হয় এমন কর্মসূচি রাখা হয়নি। সহকারি কমিশনার (ভূমি) মোসাঃ আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুন চন্দ্র রায়, জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মতিন, মেডিকেল অফিসার ডা. ফাতেমা তুজ জোহরা, ডা. মোঃ আসিব উল ইসলাম, ডা. মোঃ আল ইমরান খাঁন, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি নির্বাচনে সফাপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী মো নাহিদ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ শাহাদত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্টিকর খাবারের প্যাকেটে ছিল সাড়ে ৪ কেজি চাল, আড়াই কেজি আলু, তেল ৫শ গ্রাম, লবণ ৫শ গ্রাম, মসুর ডাল ৫শ গ্রাম, ছোলা ৫শ গ্রাম এবং পিয়াজ ১ কেজি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মতিন বলেন, উপজেলা সদরের ১৪০ জন দুস্থ ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে এসব পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ করা হয়। তিনি আরো বলেন, পুষ্টিকর খাবার খেলে সুস্থ সবল জাতি গড়ে ওঠবে। মা ও শিশু মৃত্যুর হার কমে আসবে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে লিফলেটের মাধ্যমে মানুষকে পুষ্টিকর খাদ্য সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। বয়সভিত্তিক পুষ্টির পরিমাণ, পুষ্টিকর খাবারের তালিকা, ক্যালোরির পরিমাণ সম্পর্কে অবহিত করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris