মঙ্গলবার

১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চারঘাটে চোলাই মদপান করে এক জনের মৃত্যু

Paris
Update : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

চারঘাট থেকে প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে চোলাই মদ পান করে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। গত বুধবার (৭ এপ্রিল) রাত ১১ টার দিকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম মাহাবুব রহমান (৪২)। তিনি উপজেলার শ্রীখণ্ডী গ্রামের মৃত মুনসুর রহমানের ছেলে। হলিদাগাছী আবাসন প্রকল্প-২ গুচ্ছগ্রাম থাকতেন তিনি।

স্থানীয়রা জানান, ভ্যান চালক মাহাবুব রহমান প্রতিদিনই চোলাই মদ পান করতেন। মঙ্গলবার অতিরিক্ত চোলাই মদ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পূর্বে থেকে তার শ্বাসকষ্ট ছিল। পরে বুধবার রাত ১১ টার দিকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার রাতে ওই ব্যক্তি অতিরিক্ত চোলাই মদ পান করেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ পানের ফলেই তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, চোলাই মদ পানে মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হবে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


আরোও অন্যান্য খবর
Paris