বৃহস্পতিবার

১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দক্ষ জনগোষ্ঠী তৈরিতে রাসিকের প্রতিটি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে : মেয়র টকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার বাঘায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যার দুই আসামীর মৃত্যুদণ্ড শিল্পা শেঠির বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ উৎকণ্ঠার অবসান, স্বজনের বুকে ২৩ নাবিক কলেজে ভর্তি অনলাইনে আবেদন শুরু ২৬ মে, ফাঁকা থাকবে ৮ লাখের বেশি আসন সারাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য ১২৬০০ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

চারঘাটে লকডাউন অমান্য করায় তিন দোকানির জরিমানা

Paris
Update : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

চারঘাট প্রতিনিধি : করোনা সংক্রমণরোধে লকডাউন বাস্তবায়নে রাজশাহীর চারঘাটে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এরই ধারাবাহিকতায় চারঘাটে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে তিন দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী কৈরীর নেতৃত্বে প্রশাসনের সদস্যরা লকডাউন বাস্তবায়নে মাঠে নামেন।

এরপর চারঘাট চারমাথা মোড়, সবজি বাজার, মেডিকেল মোড়, সরদহ বাজার, ট্রাফিক মোড় ও কাঁকরামারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় লকডাউন অমান্য চারঘাট বাজারের এম কে ইলেকট্রনিক ও হক বাসনালয় এবং সরদহ বাজারের খালেক এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা করে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী কৈরী বলেন, ইতোমধ্যে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রতিনিয়ত সামাজিক দূরত্ব নিশ্চিত, জনসমাগম বন্ধ, বাজার দর নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris