সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শাহজালালে এককেজি সোনাসহ বিমানের কর্মী গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

এফএনএস : কাস্টমস প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ দশমিক ১৬০ কেজি সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন টেকনিশিয়ান হেলপারকে গ্রেপ্তার করেছেন। গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কাস্টম হাউস। ঢাকা কাস্টম হাউস সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটক এই কর্মচারীর নাম ঝন্টু চন্দ্র বর্মণ, যিনি বাংলাদেশ বিমানে এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার হিসেবে কর্মরত আছেন।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের কর্মকর্তারা জানতে পারেন যে, দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশের ফ্লাইট নম্বর বিজি ৫০৪৬ এর মাধ্যমে সোনা চোরাচালান হবে। চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন এবং নজরদারি করতে থাকেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত ফ্লাইট নম্বর বি জি ৫০৪৬ এ রামেজিংকালে বিমানের অভ্যন্তরে থাকা এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার ঝন্টু চন্দ্র বর্মণের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সিটের হাতলে সোনা থাকার বিষয়ে স্বীকার করেন তিনি। ঝন্টুর দেওয়া তথ্য অনুযায়ী উড়োজাহাজের ২১-সি নম্বর আসনের হাতলের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ১.১৬০ কেজি সোনা উদ্ধার করা হয়। জব্দ করা সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। জব্দ সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে। চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার বিমানকর্মীকে থানায় সোপর্দ এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris