বুধবার

১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার বাঘায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যার দুই আসামীর মৃত্যুদণ্ড শিল্পা শেঠির বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ উৎকণ্ঠার অবসান, স্বজনের বুকে ২৩ নাবিক কলেজে ভর্তি অনলাইনে আবেদন শুরু ২৬ মে, ফাঁকা থাকবে ৮ লাখের বেশি আসন সারাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য ১২৬০০ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান বিএসএফ’র পোশাকধারী মাদক পাচারকারী রাজশাহীর রেন্টু আটক

দুর্গাপুরে সিগারেটের আগুনে পুড়লো কৃষকের ভাগ্য, কোটি টাকার ক্ষতি

Paris
Update : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে আগুনে পুড়ে গেছে কৃষকের অন্তত ১০ বিঘা জমির পানের বরজ। এতে ইব্রাহিম নামের এক ব্যক্তির শরীরে কিছু অংশ পুড়ে গেছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার গোপালপুর নামুপাড়া গ্রামের মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুল রহমান ও দুর্গাপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার জানান, দুপুর ২টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর আড়াইটা থেকে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল ৩ টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই গ্রামের কৃষক, ইব্রাহিম, আজিজ,আব্দুস সাত্তার, আব্দুল মজিদ,

কফের(চেলু), ইছাহাক, ফজলু হক, সোহেল, আশরাফুল, রফিক, আমজাদ, সাহাবুর ছাত্তারসহ প্রায় ১২ কৃষকের প্রায় ১০ বিঘা জমির পান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তারা আরও জানান, তবে পার্শ্ববর্তী আরও প্রায় ২০ বিঘা জমির পানের বরজ রক্ষা পেয়েছে। ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। তবে কোন কৃষকের কত বিঘা জমির বরজ পুড়েছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


আরোও অন্যান্য খবর
Paris