সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিএনপি নেতা দুলুর মামলা স্থগিত বিষয়ে শুনানি ১ এপ্রিল

Paris
Update : সোমবার, ২৯ মার্চ, ২০২১

এফএনএস : দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চাওয়া রাজশাহী বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আবেদনের ওপর আগামী ১ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুলুর পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী।

এর আগে ২০০৭ সালে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৯ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা অর্জনের অভিযোগে আদাবর থানায় মামলা দায়ের করে দুদক। এ মামলায় একই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করে আদালত। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুলু। হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। পরে সে আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক। এরপর ২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন। সে আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়।

ইতোমধ্যে এ মামলায় বিচারিক আদালতে ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলাটি স্থগিত চেয়ে বিচারিক আদালতে আবেদন করেন দুলু। তবে সে আবেদন খারিজ হয়ে গেলে তিনি হাইকোর্টে আবেদন জানান। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহবলেন, ‘হরতালকে কেন্দ্র করে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোনও অপপ্রচার কেউ যেন চালাতে না পারে সে ব্যাপারে সাইবার মনিটরিং জোরদার রয়েছে। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


আরোও অন্যান্য খবর
Paris