বুধবার

১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে ধর্মঘটের ডাক

Paris
Update : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : সামরিক অভুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন মিয়ানমারের বিক্ষোভকারীরা। সোমবারের আন্দোলনে আরো বেশি মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে অবিলম্বে আন্দোলন বন্ধ না করলে কঠোর পদক্ষেপ নেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে সেনা সরকার। আন্দোলনকারীরা তরুণদের সহিংসতায় উস্কানি দিচ্ছে এমন অভিযোগও করেছে সামরিক কর্তৃপক্ষ।

রোববার সামরিক শাসন বিরোধী বিক্ষোভে নিহত তরুণী মিয়া থোয়ে থোয়ে খাইনের শেষকৃত্যে হাজার হাজার মানুষ জড়ো হয়। পেশায় বিক্রয়কর্মী ওই তরুণী নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হয়ে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর শুক্রবার মৃত্যুবরণ করেন। সামরিক শাসন বিরোধী আন্দোলনে নিহত তরুণী মিয়ানমারে আন্দোলনের প্রতীক হয়ে উঠছেন। এদিকে মান্দালয়ে নিহত দুই বিক্ষোভকারীর স্মরণে ইয়াঙ্গুনে সমাবেশ করে শ্রদ্ধা জানিয়েছে আন্দোলনকারীরা।


আরোও অন্যান্য খবর
Paris