বুধবার

১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরামকে ১০ লাখ ভ্যাকসিন ফেরত নেয়ার অনুরোধ’

Paris
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ভারতের সিরাম ইন্সটিটিউটকে করোনা ভ্যাকসিনের ১০ লাখ ডোজ ফিরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল মঙ্গলবার ভারতের গণমাধ্যমে এ তথ্য উঠে এসেছে। ফেব্রুয়ারির শুরুর দিকে সিরামের ভ্যাকসিনের ১০ লাখ ডোজ পাঠানো হয় দেশটিতে। এর আগে ছোট পরিসরের একটি ট্রায়ালে দেখা যায়, অক্সফোর্ডের ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার ধরন প্রতিরোধে কম কার্যকর।

পরে গত সপ্তাহে সিরাম থেকে নেয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিক্রি করে দেয়া হতে পারে বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


আরোও অন্যান্য খবর
Paris