শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

দুর্গাপুরের সেই নিলুফার ঋণ পরিশোধ করলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

Paris
Update : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

মোবারক হোসেন শিশির, দুর্গাপুর : দৈনিক আমাদের রাজশাহী পত্রিকায় খবর প্রকাশ হওয়ায় এগিয়ে আসলেন বাংলাদেশ ব্যাংকের মানবিক কর্মকর্তারা। দুর্গাপুরে ইউএনওর হস্তক্ষেপে শিশুসহ জেলে যাওয়া নিলুফা বেগমের ঋণ পরিশোধ করলেন বাংলাদেশ ব্যাংকের মানবিক কর্মকর্তারা। গতকাল ২৯ জানুয়ারী শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এনজিও “বীজ” এর ম্যানেজারের নিকট উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার হস্তক্ষেপে ঋণের পাওনা সম্পন্ন টাকা একযোগে পরিশোধ করে দেন বাংলাদেশ ব্যাংক (প্রধান শাখা)র মানবিক কর্মকর্তাগণ।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এর যুগ্ম পরিচালক মোহাম্মদ সলিমুল্লাহ, বাংলাদেশ ব্যাংক প্রধান শাখার মেইন্টিন্যাস ইঞ্জিনিয়ার (ডিডি) জাহিদুল ইসলাম জাহিদ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ হাশমত আলী, এনজিও বীজ এর শাখা ব্যবস্থাপক মহিরুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, ঋণের কিস্তি দিতে না পারায় এনজিও “বীজ” এর মামলায় ২৪ জানুয়ারি রোববার দুর্গাপুর থানা পুলিশ উপজেলার মাড়িয়া গ্রামের সালামের স্ত্রী নিলুফাকে এক বছরের বাচ্চাসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠায় এ ঘটনায় দৈনিক আমাদের রাজশাহী পত্রিকা গুরুত্বের সাথে সংবাদটি পত্রিকা ও অনলাইনে প্রকাশ করায় দেশ ব্যাপী ভাইরাল হয় মানবিক এই সংবাদ।

দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার অনলাইনের মাধ্যমে জানতে পেরে বাংলাদেশ ব্যাংক প্রধান শাখার কয়েকজন মানবিক কর্মকর্তা দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে ২৯ জানুয়ারী শুক্রবার ঋণগ্রহীতা নিলুফা বেগম ও তার স্বামী আব্দুস সালাম এর উপস্থিতিতে এনজিও ম্যানেজারের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুঝিয়ে দেন। সেই সাথে পত্রিকায় প্রকাশ করায় দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক প্রকাশক ও প্রতিবেদককে ধন্যবাদ জানায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগন।


আরোও অন্যান্য খবর
Paris