শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

চাঁপাইনবাবগঞ্জে স্কুলের গেইটে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

Paris
Update : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলামের বিরুদ্ধে স্কুলের মূল ফটক ভেঙ্গে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় চকঝগড়ু স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক দৌলত আলী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আনসার আলী, সহকারী শিক্ষক জামাল হোসেন, শের মোহাম্মদ, তাইফুর রহমান, আব্দুর রহিম, উম্মে কুলসুম, স্থানীয় বাসিন্দা হুমায়ন কবির, মুনিরুল ইসলামসহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটক ভেঙ্গে নিজের জমি দাবি করে প্রভাব খাটিয়ে সেখানে দোকান ঘর নির্মাণ করছেন ইউপি চেয়ারম্যান। পুনরায় বিদ্যালয়টির সভাপতি নির্বাচিত হতে না পেরে ক্ষোভে এই কাজটি করছেন তিনি। স্কুলের মূল গেইট ভেঙ্গে স্থাপনা নির্মানের কারনে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শিক্ষার্থীদের প্রবেশ পথ। ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসীর কথা না শুনে জোরপূর্বক দোকানঘর নির্মান করছেন।

কেউ বাধা দিতে গেলে ভয়-ভীতি দেখাচ্ছেন বলে উল্লেখ করা হয়। এমনকি আগের গেইট ভাঙ্গা হলে বিদ্যালয়ের সৌন্দর্যও নষ্ট হবে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তাই আমরা চাই এই গেইটই থাকুক। চেয়ারম্যান তার প্রভাব খাটিয়ে অত্যাচার করছে বলেও জানায় বক্তারা। এবিষয়ে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম জানায়, আমার পৈতৃকসম্পত্তি এটি এবং সব কাগজপত্র আছে। সকল নিয়ম মেনেই অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris