মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার আশারা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় সংস্থার পক্ষ থেকে হাট-মাধনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশারা সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মাস্টার লুৎফর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শীতবস্ত্র বিতরনের উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

আশারা সামাজিক উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ নূরে আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, হাট-মাধনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশারা সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খোবায়েদ হোসেন।