বৃহস্পতিবার

৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহেল পবায় ছাত্রলীগ নের্তৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদের মতবিনিময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লাল গামছা দেখে থামল ট্রেন, অল্পের জন্য রক্ষা রাজশাহী নগরীতে প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

মান্দায় অগ্রণী ব্যাংকে কর্মকর্তাকে লাঞ্ছিত একজন আটক

Paris
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় অগ্রণী ব্যাংক লিমিটেড কশব শাখার সুপারভাইজার ময়নুল ইসলাম মিলনকে লাঞ্ছিতের ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন আলম (৪০)। তিনি উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজারের ফাসির উদ্দিনের ছেলে।

গতকাল রোববার দুপুরে ব্যাংক চলাকালিন ওই কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনা ঘটে। ভুক্তভোগী ময়নুল ইসলাম জানান, একটি ঋণ নেওয়ার জন্য আলমগীর হোসেন ওরফে আলম ব্যাংকে কাগজপত্র দাখিল করেন। দাখিলকৃত কাগজপত্রে কিছু ত্রুটি রয়েছে। এটি সংশোধনের জন্য তাকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। কাগজপত্র সংশোধন ও ডিসেম্বর ক্লোজিং শেষে ঋণটি পাশ করা হবে বলেও তাকে জানিয়ে দেওয়া হয়।

তিনি অভিযোগ করে বলেন, এরপরও আলম রোববার দুপুরে ব্যাংকে প্রবেশ করে ঋণটি পাশ করার জন্য চাপ সৃষ্টি করে। এনিয়ে ব্যাংকের ভেতরে আমাকে লাঞ্ছিত করা হয়। এ অবস্থায় ব্যাংকের সিকিউরিটি গার্ডসহ অন্যরা আলমকে আটক করে রাখে। বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক এমএম আল তুহিন। তিনি বলেন ঘটনার আটক আলমের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আলমকে হেফাজতে নেয়া হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris