মান্দায় হাত-পা বাঁধা এক ব্যক্তিকে উদ্ধার

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাইফুদ্দীন মন্ডল (৩২) নামে একব্যক্তিকে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাত-পা বাঁধা অবস্থায় গত শনিবার গভীর রাতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাইফুদ্দীন মন্ডল উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিলকরিল্যা গ্রামের ব্যাঙ্গা মন্ডলের ছেলে।
চিকিৎসাধীন সাইফুদ্দীন মন্ডল জানান, প্রতিবেশি মাসুদ রানার বোন ঝর্ণা বেগমের কাছ থেকে ২০ শতক জমি কিনে নেন। এনিয়ে মাসুদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। শনিবার রাত ১১ টার দিকে প্রতিপক্ষ মাসুদ রানা কথা আছে বলে তাকে বাড়ির বাইরে ডেকে নেয়। পরে বাড়ির পাশের চায়ের ষ্টলের পেছনে নিয়ে কয়েকজনের সহায়তায় তার মুখসহ হাত-পা বেঁধে দুশ গজ দুরে মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে অজ্ঞাত কয়েকজন তাকে মারপিটসহ শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার স্ত্রী সাদেকা বিবি পরিবারের সদস্যদের ডেকে নিয়ে হৈচৈসহ খোঁজাখুঁজি শুরু করলে প্রতিপক্ষরা তাকে মাঠের ভেতর ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় পরিবারের লোকজনসহ স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সাইফুদ্দীন মন্ডলের ভাই এনামুল হক বাদি হয়ে মাসুদ রানা, রুবেল হোসেন, মাহমুদ হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করেন। মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সাইফুদ্দীনকে উদ্ধারসহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও খবর
- জুনের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ
- মৃত্যুর আগে যে ইচ্ছে পূরণ করতে চান মৌসুমী
- ইসলাম ধর্ম গ্রহণের খবর দিলেন জনপ্রিয় অভিনেতা ডিসেনা
- বেপরোয়া তাইওয়ানের প্রেসিডেন্ট!
- বিনামূল্যে আটার জন্য ২ জন নিহত
- পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শনে মহড়া শুরু রাশিয়ার
- ওয়ান ইলেভেনের কুশীলবরা আবার সক্রিয় : তথ্যমন্ত্রী
- ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলা মুক্ত সেবা দানের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বড় জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
- বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী জেলা পরিষদ
- মোহনপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল সরকার
- পবায় পুকুর সংস্কারে চাঁদা দিতে অস্বীকার করায় থানায় অভিযোগ
- নওগাঁয় ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন
- সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় রাবিসাসের উদ্বেগ
- মানবতার ফেরিওয়ালা আহসান হাবীব