এফএনএস : এবার মডার্নার ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদন দেয়ার সুপারিশ করেছেন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ’র বিশেষজ্ঞরা। গত সপ্তাহে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেয় এফডিএ। এরইমধ্যে ফাইজার ভ্যাকসিনের প্রয়োগ চলছে।

বৃহস্পতিবার ২০-০ ভোটে মডার্নার ভ্যাকসিন প্রয়োগ শুরুর সুপারিশ করেন এফডিএ বিশেষজ্ঞরা। এফডিএ প্রধানের অনুমোদন পেলে আগামী সপ্তাহের শুরুতেই মডার্নার ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে চান তারা। চলতি সপ্তাহে ভ্যাকসিন প্রস্তুতকারী কর্তৃপক্ষ জানিয়েছে, মডার্নার ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৯৪ শতাংশ কার্যকর। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এরইমধ্যে প্রাণ হারিয়েছে তিন লাখের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৬ লাখ মানুষ।