অভিনয় শুরু করলেন সারথী

এফএনএস : পুরোনাম সৈয়দা মনি চৌধুরী, তবে মনি চৌধুরী নামেই তিনি বেশি পরিচিত। পেশায় একজন চিকিৎসক হলেও সম্প্রতি তিনি অভিনয়ে পা রেখেছেন। গত নভেম্বরে তিনি দীপু হাজরা পরিচালিত ৩টি নাটকে অভিনয় করেন। নাটকগুলো হচ্ছে ‘অরূপার গল্প’, ‘গেম অব লাইফ’ ও ‘সেদিন কি ঘটেছিল’। অভিনয়ের পাশাপাশি ঝোঁক রয়েছে অনুষ্ঠান উপস্থাপনারও। একুশে টেলিভিশনের স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘হেলদি লাইফ’-এর তিনি নিয়মিত উপস্থাপক।
বাবা সৈয়দ আ. সালাম চৌধুরী একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা নাছিমা চৌধুরী গৃহিনী। তাদের চার সন্তানের মধ্যে মনি সবচেয়ে বড়। মনির ব্যাপারে বাবা মায়ের সব সময় স্বাধীনতা ছিল। তারা জানতেমÑমেয়ে যে বিষয়েই যাক না কেন অবশ্যই ভালো কিছু করবেই। তাই মনিও তার আন্তরিক চেষ্টায় আজ একজন প্রতিষ্ঠিত চিকিৎসক। আর নিজের শখের জায়গাটা পাকাপোক্ত করতেই শুরু করলেন নতুন ইনিংস, আর তা হলো অভিনয়। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা সম্পর্কে মনি বলেন, ‘প্রথমে বেশ নার্ভাস ছিলাম। কিছুটা ভয়ও কাজ করছিল।
কিন্তু দীপু ভাই অভয় দিলেন, বেশ সাহায্য করলেন তখন আর সমস্যা হয়নি।’ মনির শুরুটা ২০০১-২০০২ সালে ‘নতুন কুঁড়ি’তে গান, কবিতা ও আবৃত্তি দিয়ে। শুরুতে বেশ শক্ত অনুশীলন ছিল বলেই হয়তো অভিনয়ে খুব বেশি বেগ পেতে হয়নি। তিনি বলেন, ‘সব সময় ভালো কাজের অনুপ্রেরণা আমার পরিবারের কাছ থেকেই পেয়েছি। তাই তো খুব সহজে এই কাজটি করতে পারছি।’ তবে তার কাছে সবার আগে মানুষের চিকিৎসা, তারপর অন্যসব। ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চান? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভবিষ্যতে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসাবে দেখতে চাই।’
আরও খবর
- সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ
- বগুড়া মেডিকেলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত আট
- ২ হাজার ৬০০ ইউনিয়নে উচ্চ গতির ইন্টারনেট দেবে সরকার
- আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করার ঘোষণা ১৪ দলের
- রঘুনাথ মন্দিরে রামনবমীর পুজোয় ভক্তদের ঢল
- গোদাগাড়ীতে ছদ্মবেশী শফি ৭৬ লাখ টাকার হেরোইনসহ আটক
- নগরীতে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই
- মিলেমিশে কাজ করতে রাজশাহী নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর নির্দেশ
- নওগাঁর জেসমিনের মৃত্যুর ঘটনায় র্যাবের ১১ সদস্য ক্লোজড, যুগ্মসচিব এনামুলের বিরুদ্ধে তদন্ত শুরু
- জুনের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ
- মৃত্যুর আগে যে ইচ্ছে পূরণ করতে চান মৌসুমী
- ইসলাম ধর্ম গ্রহণের খবর দিলেন জনপ্রিয় অভিনেতা ডিসেনা
- বেপরোয়া তাইওয়ানের প্রেসিডেন্ট!
- বিনামূল্যে আটার জন্য ২ জন নিহত
- পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শনে মহড়া শুরু রাশিয়ার