বুধবার

২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

Norway
সর্বশেষ সংবাদ
অস্বচ্ছতা নজরে আসলে ফলাফল স্থগিত : রাজশাহীতে ইসি রাশেদা দুই ফিট মাটির নিচ থেকে সাড়ে ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ নওগাঁ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আ.লীগের মনোনয়ন বঞ্চিতরা শিক্ষাক্রম নিয়ে সমালোচনা গ্রেপ্তার ৪ শিক্ষক কারাগারে হাঁসের ভ্রাম্যমান খামারে আলোর মুখ রাজশাহীর ৬টি আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৩৯ জন মেয়র লিটনের সাথে রাজশাহীর ৩টি আসনে আ.লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের সাক্ষাৎ নগরীতে ঝুঁকিপূর্ণ পন্থায় চলছে বাদুড়ের শরীরে থাকা ভাইরাসের পরীক্ষা-নিরীক্ষা! বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি এনামুল হকের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

চারঘাটের শহীদ মিনার বেদিতে সবজি বাজার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

চারঘাট প্রতিনিধি : শহীদ মিনার আমাদের গর্ব। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের গভীরতম আবেগ, অনুভূতি। স্বাভাবিকভাবেই এই শহীদ মিনার আমাদের কাছে বড়ই স্পর্শকাতর। এর সামান্যতম অবমাননা, অবহেলা আমাদের ক্ষুব্ধ করে, আমরা ব্যথিত হই। অথচ মহান বিজয় দিবসের দিনে রাজশাহীর চারঘাটের এক সময়ের কেন্দ্রীয় শহীদ মিনারজুড়ে আজ কেবলই অযত্ন-অবহেলার ছাপ। জানা যায়, চারঘাট স্লুইসগেটর পাশে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মানের পূর্বে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারটি কেন্দ্রীয় শহীদ মিনার হিসাবে ব্যবহৃত হতো।

উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনগুলো মহান মুক্তিযুদ্ধ ও ভাষা শহীদদের সম্মান জানাতে আসতো এই শহীদ মিনারে। অথচ এক সময়ের কেন্দ্রীয় এ শহীদ মিনার আজ বিজয়ের দিনে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। স্কুল কতৃপক্ষ নিয়ম রক্ষায় একটি ফুলের ডালা দিলেও শহীদ মিনারে পৌর কতৃপক্ষ বসিয়েছে বাজার। বিজয় দিবসের দিনেও শহীদ মিনারের বেদিতে ফুলের পরিবর্তে শোভা পাচ্ছে সবজি বাজার ও দোকানের আসবাবপত্র। শহীদ মিনারের স্তম্ভের সাথে দড়ি দিয়ে টাঙানো হয়েছে দোকানের ছাউনি। এতে ক্ষুদ্ধ স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠী ও সুশীল সমাজসহ সকল শ্রেণী পেশার মানুষ।

এ ব্যাপারে চারঘাট পদ্মা বড়াল থিয়েটার ও উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী নজরুল ইসলাম বাদশা জানান, ‘শহীদ মিনারের এমন অমর্যাদা কাম্য নয়। এর দায়িত্বে যারা আছেন তাদের আরো দায়িত্ববান হবার প্রয়োজন ছিল। বিজয় দিবসের দিনে অন্তত শহীদ মিনার প্রাঙ্গণে বাজার না বসিয়ে পরিস্কার রাখা উচিত ছিল।’

এ ব্যাপারে জানতে চাইলে চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারের প্রতি যত্নশীল হবার নির্দেশনা রয়েছে। তবে শহীদ মিনারের প্রতি নিজ এলাকাবাসীরও দায়িত্ব রয়েছে। চারঘাটে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার বাজার স্থানান্তর করার কারনেই সে শহীদ মিনারের এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris