ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মালেকের মনোনয়ন ফরম উত্তোলন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান মেয়র আব্দুল মালেক মন্ডল। আব্দুল মালেক মন্ডল বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে এরই মধ্যে মনোনয়ন পেয়েছেন। দলীয় মনোনয়ন নিয়ে তিনি দ্বিতীয় বারের মতো মেয়র পদে ভবানীগঞ্জ পৌরসভায় নির্বাচন করছেন।
মনোনয়ন ফরম উত্তোলন কালে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, দলিল লেখক সমিমিতির সভাপতি ও আ’লীগ নেতা অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শামীম মীর, ভবানীগঞ্জ পৌর আ’লীগ নেতা আহাদ আলী, মোজাহারুল ইসলাম, মকলেছুর রহমান, হিরা খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে বিএনপির প্রার্থী হিসেবে ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান জজ মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, জেলা ওলামা দলের আহ্বায়ক তাজ উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিল্লুর রহমান, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিখের শেষ তারিখ, ২২ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও খবর
- বুয়েটে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
- যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র করতে চায় তাদের বর্জন করুন : তথ্যমন্ত্রী
- ন্যাটো প্রসঙ্গে যা বললেন পুতিন
- স্নেক আইল্যান্ড থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার
- মার্কিন সুপ্রিম কোর্ট বাইডেনের ক্ষমতা সীমিত করল
- লঙ্কাকে হারিয়ে বিশাল জয় পেলো অস্ট্রেলিয়া
- এবার ভারতের টেস্ট অধিনায়ক হলেন বুমরাহ
- টাকার অভাবে দুশ্চিন্তায় বাফুফে
- পাকিস্তানে ১ লিটার পেট্রোলের দাম ২৪৮ টাকা
- মার্কিন রাষ্ট্রদূত বললেন জঙ্গি দমনে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়
- রাজশাহী রাজশাহীর কোর্ট স্টেশনে ড্রাইভারকে কুপিয়ে জখম
- সংসদে মমতাজের গান গাওয়া নিয়ে সমালোচনা
- ২৭ বছরের সম্পর্কে ইতি টানলেন মীর!
- যশকে প্রকাশ্য চুম্বন করলেন নুসরাত
- সমুদ্রপথে আতঙ্কে অসুস্থ টাইগাররা