শনিবার

২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী মোদির আশ্বাসের পরও তীব্র হচ্ছে ভারতের কৃষক আন্দোলন

Paris
Update : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

এফএনএস : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের সত্ত্বেও আন্দোলন তীব্র করার ঘোষণা দিয়েছে ভারতের কৃষক সংগঠনগুলো। অবস্থান ও বিক্ষোভের ১৭তম দিনে দিল্লি-জয়পুরসহ কয়েকটি মহাসড়ক অবরোধ কর্মসূচি নিয়েছে কৃষকরা। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সর্বভারতীয় অনশন পালন করবে তারা। বিক্ষোভ করবে জেলা প্রশাসন সামনে।

গত শনিবার নরেন্দ্র মোদী ঘোষণা দেন, কৃষকদের আয় বাড়াতে নতুন কৃষি আইনটি করা হয়েছে। কিন্তু এটি বাতিলের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলো। এদিকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে দেখা করে নতুন আইনকে সমর্থন জানিয়েছে হরিয়ানা রাজ্যের ২৯ কৃষক নেতা।


আরোও অন্যান্য খবর
Paris