চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রর্থী, জেলা পরিষদের সদস্য, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিমের সমর্থনে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ৩টায় জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় হতে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানেই পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রবাসী কল্যান সমিতির সভাপতি জসিম মন্ডল, চাপইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহনেয়াজ দুলাল, জেলা অটোরিক্সা চালক ও মালিক সমিতির সভাপতি মেসবাহুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম শরিফ, আব্দুল মালেকসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের মহিলা ও পুরুষ নেতাকর্মীরা।