চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর, মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহব্বায়ক অ্যাড. আনোয়ার হোসেন ডলার, জেলা জজ আদালতের পিপি অ্যাড. নাজমুল আজম, সাবেক পিপি অ্যাড. জবদুল হক, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. রেজাউল আহসান রহিম।

বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, অতিরিক্ত পিপি অ্যাড. রবিউল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমাসহ বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সকল নেতৃবৃন্দ। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করার জোর আহবান জানান।