রাজশাহী বিভাগে করোনায় নতুন শনাক্ত ৩৭ জন

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে ৭ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনায় শনাক্ত হয়েছেন ৩৭ জন। নতুন ভাবে মারা যায়নি কোন রোগী। সুস্থ হয়েছেন ২৪ জন। গতকাল শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫১১ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫১ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ২৭১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৫৬ জন।
দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানিয়েছেন। ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৫ নওগাঁয় ৬ জন, জয়পুরহাটে ১৩ জন, বগুড়া ১ জন, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় ২ জন। এদিকে চাঁপাইনবাগঞ্জ ও নাটোরে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি। তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বো”চ বগুড়ায় ৯ হাজার ১৯৬ জন।
এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৬৫১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০৮ জন, নওগাঁয় ১ হাজার ৪৭৬ জন, নাটোরে ১ হাজার ১৬০ জন, জয়পুরহাটে ১ হাজার ২৪৪ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৪৬৭ জন ও পাবনায় ১ হাজার ৫০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৫১ জন। এর মধ্যে রাজশাহীতে ৫৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৮ জন, বগুড়ায় ২১৪ জন, সিরাজগঞ্জে ১৬ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২১ হাজার ২৭১ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ২৮৫, চাঁপাইনবাবগঞ্জে ৭৯২ জন, নওগাঁয় ১ হাজার ৩৫৯ জন, নাটোরে ৯৮১ জন, জয়পুরহাটে ১ হাজার ১৭৭ জন, বগুড়ায় ৮ হাজার ৩০৫ জন, সিরাজগঞ্জ ২ হাজার ১৪৩ জন ও পাবনায় ১ হাজার ২২৯ জন।
আরও খবর
- আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না : শেখ হাসিনা
- রাজশাহীর সৌন্দর্যে মুগ্ধ হলেন ভারতীয় অতিথিরা
- রাজশাহীতে ওহী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনেষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন
- চিত্রনায়িকা মাহিয়া মাহি ঘটনার নেপথ্যে কী?
- পারমাণবিক যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিমের
- চীনের প্রেসিডেন্ট রাশিয়া পৌঁছেছেন
- বক্সিংয়ে বাংলাদেশি বংশোদ্ভূত রুকসানা
- রেকর্ড ছুঁলেন লিটন, সাত হাজারী ক্লাবে মুশফিক
- পাঁচ টাকার জন্য..
- ‘রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিলেও ১৯৭১ সালের গণহত্যাকে কেন নয়’
- ঝড়-বৃষ্টির প্রবণতা তিনদিনের মধ্যে কমতে পারে
- বাকিতে পণ্য আমদানি বাড়ছে
- ইভিএম নিয়ে আমরা অন্ধকারে : ইসি
- প্রশ্নপত্র ফাঁসের মামলায় বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন কারাগারে
- নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু