এফএনএস : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৬জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা রয়েছে। আটককৃতরা হলো, মাদারীপুর জেলার রাজৈর থানার মাছকান্দি গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে মহিউদ্দিন (৪০), খুলনা সোনাডাঙ্গা থানার দক্ষিণ রায়ের মহল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাকিব (৩০), শরীয়তপুর জেলার ডামুড্যা থানার স্বরূপকাঠি গ্রামের ইদ্রিসের ছেলে হানিফ (২৫), নড়াইল জেলার চাঁচড়া কদমতলী গ্রামের আবু তালেবের মেয়ে ফান্না (৪৫), খুলনা দৌলতপুর থানার ঋষিপাড়া গ্রামের আফজালের মেয়ে ফারজানা (২০), যশোরের শার্শা থানার মাটি পুকুরিয়া গ্রামের মোস্তফার মেয়ে প্রিয়া (২১)।

বৃহস্পতিবার সকালে ওই সীমান্তের ২১৯/২৫-২৬ আর পিলারের মাঝামাঝি স্থান দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবি। ১৬, বিজিবির অধিনায়ক একেএম আরিফুল ইসলাম জানান, আটককৃতদের বৃহস্পতিবার রাতে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানার উপপরিদর্শক রনি কুমার দাস জানান, আটককৃতদের শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।