শনিবার

২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

তানোরে সৈনিক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Paris
Update : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

তানোর প্রতিনিধি : বাঙালী জাতির জনক, মহান স্বাধীনতার স্থপত্তি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি এবং দেশের সংবিধান ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে তানোর উপজেলা সৈনিক লীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়ছে। জানা গেছে গতকাল বৃহস্পতিবার উপজেলা সৈনিক লীগের উদ্যোগে সৈনিক লীগ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন বিদউজ্জামান নয়নের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি এবং উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, আবুল বাসার সুজন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, সাইফুল আলম ওরফে মুজিবুর রহমান,কাঁমারগা ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আলহাজ্ব সাইদুর রহমান সাইদ সরকার, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সম্পাদক ওহাব সরদার প্রমুখ।

এদিন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্ত্বর থেকে সৈনিক লীগের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।


আরোও অন্যান্য খবর
Paris