খেলার ময়দান ভালো করার চেষ্টায় সাকিব

এফএনএস : ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসান। অক্টোবরে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরেছেন। লম্বা বিরতির পর মাঠে ফিরেও ভুগতে হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। বিশেষ করে তার ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট হয়েই ফুটে উঠেছে। এতদিন ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বোলিংয়ে মোটামুটি ভালোই করছিলেন। কিন্তু বৃহস্পতিবার বল হাতেও ব্যর্থ হলেন সাকিব। অবশ্য এমন ব্যর্থতার পরও সাকিব নির্বিকার, তিনি জানেন না কবে কামব্যাক করতে পারবেন! ব্যাটিং ব্যর্থতার চেয়ে সাকিবের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েই প্রশ্ন উঠেছে বেশি। গত আট ম্যাচের বেশিরভাগ ম্যাচেই বাজে শটে আউট হয়েছেন। বৃহস্পতিবারও এর ব্যতিক্রম হয়নি।
অফস্পিনার রবিউলের বলে বাজে শট খেলে থার্ডম্যানে সহজ ক্যাচ দিয়ে ৮ রানে বিদায় নিয়েছেন। খুলনার জার্সিতে ৮ ম্যাচ খেলা সাকিবের সর্বোচ্চ রানও বেশি নয় মাত্র ১৫! ২৪ নভেম্বর বরিশালের বিপক্ষে নিজের ফেরার ম্যাচে ১৫ রানের ইনিংস খেলেছিলেন। ৮ ডিসেম্বর বরিশালের বিপক্ষে করেছিলেন ১৫ রান! সবমিলিয়ে ৮ ম্যাচে সাকিবের সংগ্রহ ৮২! তবে ব্যাটিংয়ের চেয়ে এতদিন বোলিং পারফরম্যান্স বেশ ভালোই ছিল তার। বৃহস্পতিবার সেখানেও দেখা দিলো ব্যর্থতা।
তরুণ ব্যাটসম্যান নাঈম শেখ সাকিবের এক ওভারে মেরেছেন চার ছক্কা! সবমিলিয়ে সাকিব ৩ ওভারে দিয়েছেন ৩৬ রান। আর ৮ ম্যাচের মধ্যে চারটিতেই ছিলেন উইকেট শূন্য। বাকি চার ম্যাচে নিয়েছেন ৫টি উইকেট। স্বভাবগতভাবেই সাকিব নির্বিকার থাকেন নিজের পারফরম্যান্স নিয়ে। খুব বেশি চিন্তা করতে দেখা যায় না। অবশ্য এর পেছনে কারণও থাকে। এমন পরিস্থিতিতে বিশ্বসেরা এই অলরাউন্ডার যে কোন সময়ই ক্যামব্যাক করার দৃষ্টান্ত স্থাপন করেন।
যা তিনি দেখিয়েছেন গত বিশ্বকাপেও। বৃহস্পতিবারও এর ব্যতিক্রম দেখা গেলো না। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে কামব্যাক নিয়ে প্রশ্নে করা হয়েছিল সাকিবকে। স্বভাবসুলভ ভাবে সাকিবের উত্তর ছিল, ‘জানি না! দেখি কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেনো ভালো করতে পারি। বাকিটা দেখা যাক।’
আরও খবর
- আমস্টারডামের লুকানো আকর্ষণের সন্ধান শুরু
- জালানি সঙ্কটে শ্রীলঙ্কায় স্কুল বন্ধ ঘোষণা
- রুটির দাম বাড়ায় যেভাবে মিশর জুড়ে ছড়িয়েছিলো রক্তাক্ত দাঙ্গা
- দেশে রপ্তানি আয়ের রেকর্ডে তৈরি পোশাক থেকে এসেছে ৮২ ভাগ
- বাংলাদেশকে আরও ৩৮ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঢাবির ‘ক’ ইউনিটের ফলাফলে ৯০ শতাংশই ফেল
- ছেলে-মেয়েকে নিয়ে পদ্মা সেতুতে ক্যামেরাবন্দী প্রধানমন্ত্রী, দক্ষিণের ব্যাপক উন্নয়নের প্রতাশা
- লোডশেডিংয়ের কারণ-সমাধান কোনটাই জানেনা নেসকো
- প্রেমিকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী নিহত!
- ‘জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকি দেয়ার শামিল’
- মেয়রকে পদ্মা সেতুর স্মারক নোট প্রদান
- ‘১০ হাজার টাকার ত্রাণ দিতে ৪০ হাজার খরচ করা হচ্ছে’
- জুন মাসে ১৯৭ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২০৪ জন
- মিস ইন্ডিয়া খেতাব জয় করলেন সিনি শেঠি
- রাজশাহীতে পশুহাটের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা