বুধবার

৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

প্রবীণ ও প্রতিবন্ধীদের নিয়ে মিলন উৎসব উপলক্ষে সভা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তি দের নিয়ে সম্প্রীতি ও  মিলন উৎসব উপলক্ষে আলোচনা সভা আজ বুধবার রাজশাহী নগরীর ২নং ওয়ার্ডে টালিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগানপাড়া ক্যাথিড্রাল ধর্মপল্লী, পালপুরোহিত রেভা: ফাদার পল গমেজ। বিশেষ অতিথি ছিলেন হড়গ্রাম পূর্বপাড়া জামে মসজিদের পেশ ঈমাম মাও মোঃ সালাহ্ উদ্দিন খান।

২নং উন্নয়ন কমিটি সভাপতি মো.এভারেষ্ট হেম্রম, ফোরাম কমিটির সভাপতি যোসেফ মুরমু। স্বাগত বক্তব্য রাখেন কারিতাস রাজশাহী অঞ্চল (ডিএম) কর্মসূচির কর্মকর্তা মি: দীপক এক্কা। অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস রাজশাহী উপজেলা (এসডিডিবি) মাঠ কর্মকতা মি.স্বপন এল গমেজ।


আরোও অন্যান্য খবর
Paris