চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে ইউসুফ ইউনিয়নের কান্দিপাড়া এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের সবুর আলীর বাড়ির পেছনে পুকুরের পাশে অভিযান চালানো হয়। এ সময় সাদা বস্তার ভেতর থেকে ১৮০ বোতল ফেন্ডিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, বিশেষ অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। পলাতক আসামীদের আটকের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।