১৮ ডিসেম্বর থেকে রাজশাহী চিনিকলে আখ ক্রয় শুরু

স্টাফ রিপোর্টার : অবশেষে রাজশাহী চিনিকলে আখ ক্রয়ের বিষয়ে কেন্দ্রের চিঠি পৌঁছেছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে আখ সংগ্রহ শুরু হবে বলে ওই চিঠিতে জানানো হয়েছে। এদিকে গত মৌসুমের চেয়ে ২৮ দিন পর আখ ক্রয় করার খবর পেয়ে চাষিরা কিছুটা স্বস্তি পেলেও চৈত্রের আবাদ করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। জানা গেছে, চলতি ২০২০-২১ মৌসুমের আগামী ১৮ ডিসেম্বর থেকে আখ ক্রয় করা শুরু হবে।
এই চিনিকলের আওতায় চাষীরা সার, কীটনাশক, আখের বীজ ঋণ নিয়ে আখ চাষ করেন। চিনি কলের অধীনে ঋণী নিয়ে প্রায় ১০ হাজার আখচাষী আখ চাষ করবেন বলে জানাই বিশ্বস্ত সূত্র। চলতি মৌসুমকে কেন্দ্র করে চাষীদের মধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। ২০১৯-২০ মৌসুমে এক লাখ ২৯ হাজার মেট্রিক টন আখ মাড়াই হয়েছিল। তবে চলতি মৌসুমে রাজশাহী চিনিকলের অধীনে ৫২টি আখ ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন।
আড়ানী চকরপাড়া গ্রামের আখচাষী খেতাব উদ্দিন প্রামাণিক বলেন, প্রতি বছর নির্দিষ্ট সময় আখ ক্রয় শুরু হয়। কিন্তু এ বছর ২৬ দিন পর আখ ক্রয়ের বিষয়ে জানতে পেরেছি। সময় মতো আখ বিক্রি করতে না পারলে চৈত্রের ফসল আবাদ করা সম্ভব হবে না ছাড়াও আখের জমিতে অন্য ফসলও করা সম্ভব হয় না। গোচর গ্রামের আখ চাষী এম আমান বলেন, আমার দুই বিঘা জমি রয়েছে। এই দুই বিঘা জমিতে আখ রয়েছে। চিনিকলে প্রায় ৪ হাজার টাকা ঋণও রয়েছে।
এই আখ বিক্রি করে চৈত্রের ফসল আবাদ করবো। কিন্তু সময় মতো আখ বিক্রি করতে না পেরে চৈত্রের ফসল আবাদ করতে পারছি না। রাজশাহী চিনিকলের আড়ানী আখ ক্রয় কেন্দ্রের সিআইসি বশির উদ্দিন বলেন, আমাদের কাছে ১৮ ডিসেম্বর থেকে আখ ক্রয় করার নির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক আখ ক্রয় করা হবে।
আরও খবর
- আমস্টারডামের লুকানো আকর্ষণের সন্ধান শুরু
- জালানি সঙ্কটে শ্রীলঙ্কায় স্কুল বন্ধ ঘোষণা
- রুটির দাম বাড়ায় যেভাবে মিশর জুড়ে ছড়িয়েছিলো রক্তাক্ত দাঙ্গা
- দেশে রপ্তানি আয়ের রেকর্ডে তৈরি পোশাক থেকে এসেছে ৮২ ভাগ
- বাংলাদেশকে আরও ৩৮ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঢাবির ‘ক’ ইউনিটের ফলাফলে ৯০ শতাংশই ফেল
- ছেলে-মেয়েকে নিয়ে পদ্মা সেতুতে ক্যামেরাবন্দী প্রধানমন্ত্রী, দক্ষিণের ব্যাপক উন্নয়নের প্রতাশা
- লোডশেডিংয়ের কারণ-সমাধান কোনটাই জানেনা নেসকো
- প্রেমিকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী নিহত!
- ‘জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকি দেয়ার শামিল’
- মেয়রকে পদ্মা সেতুর স্মারক নোট প্রদান
- ‘১০ হাজার টাকার ত্রাণ দিতে ৪০ হাজার খরচ করা হচ্ছে’
- জুন মাসে ১৯৭ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২০৪ জন
- মিস ইন্ডিয়া খেতাব জয় করলেন সিনি শেঠি
- রাজশাহীতে পশুহাটের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা