চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের চলমান মাদকবিরোধী অভিযানে গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়নের স্লুইচগেট বাজারের মাহবুবুর রহমানের বাড়ীর সামনে থেকে ৯২৫ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বালিয়াদিঘী কলোনী এলাকার হুমায়ন কবির ও সাজেদা বেগমের ছেলে মো. মিজানুর রহমান (২৭)। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।