মঙ্গলবার

২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

গোমস্তাপুরে পুকুরে পড়ে বৃদ্ধের মৃত্যু

Reporter Name
Update : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

গোমস্তাপুর থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে পড়ে এরফান আলী (৫৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের টমপাড়া এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে। মৃত এরফান আলী ওই এলাকার শিশাডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে।

স্থানীয় ওয়ার্ড সদস্য মজিবুর রহমান জানান, গত বুধবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের টমপাড়া মান্নুর বাড়ী সংলগ্ন রাস্তা দিয়ে এরফান আলী বাড়ি যাবার সময় পুকুরে পড়ে মারা যায়। সকালে স্থানীয় লোকজন তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক মামুন জানান, কোন অভিযোগ না থাকায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের জিম্মায় মরদেহ দেয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris