স্টাফ রিপোর্টার : করোনাকালেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় রাজশাহী নগরীর অলোকার মোড় এলাকায় জুয়েল ক্যামিস্ট্রি কোচিং সেন্টারে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টারটি পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টারটি পরিচালনার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় কোচিংটি বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।