এফএনএস : ব্রাজিলের অ্যামাজন রেইনফরেস্টে ১২ বছরের মধ্যে সবচেয়ে বেশি গাছ কেটে ফেলা হয়েছে। ব্রাজিল সরকারের জরিপে এ তথ্য উঠে এসেছে। পরিবেশ সংরক্ষণে আইনের কড়াকড়ি না থাকার কারণে ২০০৮ সালের পর থেকে অ্যামাজনের গাছ কাটার পরিমাণ বেড়েছে।

২০১৮ এর আগস্ট থেকে ২০১৯ সালের জুলাই মাসের মধ্যে বৃক্ষ নিধন, দাবানলসহ বিভিন্ন কারণে ১১ হাজার বর্গ কিলোমিটারের বেশি জায়গা হারায় অ্যামাজন রেইনফরেস্ট, যা এক বছর আগে একই সময়ের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ বেশি। সোমবার এসব তথ্য প্রকাশ করেছে ব্রাজিল সরকার।

ক্ষমতায় আসার পর অ্যামাজনের সুরক্ষায় এবং অবৈধভাবে গাছ কাটার শাস্তি হালকা করে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।