প্রেস বিজ্ঞপ্তি : পদ্মা নদী দূষণমুক্তকরণে রাজশাহী মহানগরীতে অবস্থিত পদ্মা নদী সংলগ্ন এলাকার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড সচিবদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরভবনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
সভায় জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পদ্মা নদী দূষণমুক্তকরণে ১১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচার প্রচারণা করার উদ্যোগ গ্রহণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে নদীর ধার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য, চায়ের দোকান, ফাস্টফুড, রেস্টুরেন্ট ডাস্টবিন বিতরণ করা হবে।
এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সংশ্লিষ্ট এলাকায় লিফলেট বিতরণ, মাইকিং করা হবে। একই সাথে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে ভ্যানের সার্ভিস নিয়মিতকরণে জোর তাগিদ দেয়া হয়েছে। সভায় বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা প্ল্যানিং সহ বিভিন্ন ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।