শুক্রবার

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
১০০ প্রভাবশালীর তালিকায় নেই ভারতীয় কেউ, আছেন বাংলাদেশের ড. ইউনূস ভিনগ্রহে প্রাণের অস্তিত্ত্বের শক্ত প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা নাচোলে সাংবাদিক শিশিরের ইন্তেকাল গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ আদালতে সৌদি রাষ্ট্রদূত ঈসাকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ হারাতে হলো পিতাকে রাজশাহীতে কলেজ ছাত্রীর নগ্ন ছবি প্রস্ততকারী মুন্না পুঠিয়া থেকে গ্রেফতার পত্নীতলায় ভূমি অফিসের দুর্নীতির প্রতিকার চেয়ে দুদক ও ডিসিকে অভিযোগ রাজশাহীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে সংবর্ধনা দেশের কম দরিদ্র বিবেচনায় রাজশাহী বিভাগ তৃতীয়তম

প্রেমের গুঞ্জনে সরগরম বলিউড

Paris
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বলিউডে গুঞ্জন যেন চিরকালীন সঙ্গী। বিশেষ করে প্রেমের গুজব যখন কোনো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে ঘিরে ঘোরাফেরা করে, তখন তা যেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের মতো। এই তালিকায় নতুন সংযোজন অভিনেতা কার্তিক আরিয়ান এবং দক্ষিণী সুন্দরী শ্রীলীলা।
সম্প্রতি এই দুই তারকার একসঙ্গে কাজ, ঘনিষ্ঠতা এবং পার্টিতে উপস্থিতি ঘিরে বলিপাড়ায় শুরু হয়েছে নানা কানাঘুষা। কেউ বলছেন, দু’জনের সম্পর্ক ছাঁদনাতলার দিকেই এগোচ্ছে। কেউ আবার এটিকে বলছেন নিছকই ‘প্রফেশনাল রসায়ন’। তবে শেষমেশ মুখ খুলেছেন খোদ কার্তিক নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হয়েছেÑকিছুটা ঠিক, কিছুটা পুরোপুরি ভুল। তবে একটা বিষয় আমি পরিষ্কার করে বলতে চাইÑআমি সিঙ্গেল।”
তিনি আরও বলেন, “আজকাল কারও সঙ্গে আলাপ হলেই তা নিয়ে এত কথা হয় যে, মাঝে মাঝে নিজেকেই অপরিচিত মনে হয়। এমন অনেক তথ্য ছড়ায়, যেগুলো আমি নিজেও জানি না নিজের সম্পর্কে। তাই এখন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে আরও বেশি সচেতন থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
সম্প্রতি কার্তিকের আসন্ন সিনেমার শুটিং উপলক্ষে উত্তরবঙ্গ ও সিকিমে ছিলেন তিনি এবং শ্রীলীলা। সেখানকার ক্যামেরার পিছনের কিছু দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ভিডিওগুলোতে দেখা যায়, দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা। তারও আগে, কার্তিকের বাড়িতে এক ঘরোয়া পার্টিতে শ্রীলীলাকে দেখা গিয়েছিল। এতেই বলিউড গুঞ্জনের কারখানায় আগুন ধরে যায়।
শ্রীলীলা ও কার্তিক বর্তমানে ব্যস্ত অনুরাগ বসুর পরিচালনায় ‘আশিকি ৩’-এর শুটিংয়ে। দার্জিলিংয়ে বসানো হয়েছে এই ছবির সেট। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী ‘আশিকি’ ও ২০১৩ সালের ‘আশিকি ২’-এর পর এটি তৃতীয় কিস্তি। ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন শ্রীলীলা ও কার্তিক, এবং এই প্রথম বলিউডে মুখ্য ভূমিকায় দেখা যাবে দক্ষিণী এই অভিনেত্রীকে। বলিউডে বহু সময় দেখা গেছে, সিনেমার প্রচারণার অংশ হিসেবেই গুজব ছড়ানো হয়। বাস্তবে সম্পর্ক না থাকলেও, দর্শকের কৌতূহল বাড়াতে এই কৌশল ব্যবহৃত হয়। তাই কার্তিক-শ্রীলীলার এই ‘রসায়ন’ সত্যিই প্রেমের গল্প, নাকি সিনেমার প্রচারণার স্মার্ট চমকÑতা সময়ই বলে দেবে।-এফএনএস

 

 


আরোও অন্যান্য খবর
Paris