শুক্রবার

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
১০০ প্রভাবশালীর তালিকায় নেই ভারতীয় কেউ, আছেন বাংলাদেশের ড. ইউনূস ভিনগ্রহে প্রাণের অস্তিত্ত্বের শক্ত প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা নাচোলে সাংবাদিক শিশিরের ইন্তেকাল গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ আদালতে সৌদি রাষ্ট্রদূত ঈসাকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ হারাতে হলো পিতাকে রাজশাহীতে কলেজ ছাত্রীর নগ্ন ছবি প্রস্ততকারী মুন্না পুঠিয়া থেকে গ্রেফতার পত্নীতলায় ভূমি অফিসের দুর্নীতির প্রতিকার চেয়ে দুদক ও ডিসিকে অভিযোগ রাজশাহীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে সংবর্ধনা দেশের কম দরিদ্র বিবেচনায় রাজশাহী বিভাগ তৃতীয়তম

ফিলিস্তিনের পক্ষে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের গণসমাবেশ ও মানববন্ধন

Paris
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে শুক্রবার (১১ এপ্রিল) জুম’আর ছালাতের পর আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এক বিশাল সমাবেশ ও মানববন্ধন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, “ইসরাঈল গত সাত দশক ধরে মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় ফিলিস্তিনি জনগণের উপর বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আজ পুরো গাজা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই নির্মম গণহত্যার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।” তিনি বর্তমান বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান, ফিলিস্তিনের পক্ষে নেওয়া সাহসী অবস্থানের জন্য। একইসঙ্গে তিনি আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনে নিয়মিত ত্রাণ সহায়তা পাঠানোর বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীকে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আগামীকাল শনিবার মার্চ ফর গাযা’ কর্মসূচীকে স্বাগত জানান এবং জনগণকে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অনুরোধ জানান। এছাড়াও প্রফেসর ড. গালিব ইসরাঈলে ভারতের সেনা প্রেরণ এবং ওয়াক্ফ আইন সংস্কারের নামে মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, “ইসরাঈল নামক সন্ত্রাসী রাষ্ট্রটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্ব মানবতার জন্য এক ভয়ংকর হুমকি। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একতরফা গণহত্যার বিপরীতে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না- এটি অত্যন্ত লজ্জাজনক। উক্ত কর্মসূচীতে বাংলাদেশ জমঈয়তে আহলেহাদীছের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন। হাজারো জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রাজশাহীর জিরো পয়েন্ট এক বিশাল গণজোয়ারে পরিণত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা সম্পাদক ড. কাবীরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, সহ-সভাপতি আবুল কালাম, জমঈয়তে শুব্বানে আহলেহাদীসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসঊদ, জমঈয়তে আহলেহাদীসের কেন্দ্রীয় উপদেষ্টা ড. আহমাদুল্লাহ, রাজশাহী মহানগরী প্রচার সম্পাদক মাওলানা আমীনুল ইসলাম প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris