শুক্রবার

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
১০০ প্রভাবশালীর তালিকায় নেই ভারতীয় কেউ, আছেন বাংলাদেশের ড. ইউনূস ভিনগ্রহে প্রাণের অস্তিত্ত্বের শক্ত প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা নাচোলে সাংবাদিক শিশিরের ইন্তেকাল গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ আদালতে সৌদি রাষ্ট্রদূত ঈসাকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ হারাতে হলো পিতাকে রাজশাহীতে কলেজ ছাত্রীর নগ্ন ছবি প্রস্ততকারী মুন্না পুঠিয়া থেকে গ্রেফতার পত্নীতলায় ভূমি অফিসের দুর্নীতির প্রতিকার চেয়ে দুদক ও ডিসিকে অভিযোগ রাজশাহীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে সংবর্ধনা দেশের কম দরিদ্র বিবেচনায় রাজশাহী বিভাগ তৃতীয়তম

লালপুরে থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদলের নেতাসহ চার জন আটক

Paris
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেওয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে সহ ফারজানা ইয়াসমিন বৃষ্টি(২০) ও রুপা খাতুন(২৫) নামের দুই বোন এবং মাসুদ রানা (৪৫) নামের এক যুবদলের নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (০৯ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী থেকে জেলা যুবদলের ওই নেতাকে আটক হয়। এছাড়া অনান্যদের মঙ্গলবার রাতে আটক করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলা বিএনপির এক নেতার বাড়ীতে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামী রুবেল উদ্দিন। মঙ্গলবার উপজেলার গৌরীপুর থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা থানায় গিয়ে ওই যুবদলের নেতাকে ছাড়ানোর জন্য পুলিশকে চাপ সৃষ্টি করে। এসময় অসম্মতি জানালে কথা কাটাটির একপর্যায়ে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে জানা গেছে। এদিকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারজানা শারমিন পুতুল দলীয় প্যাডে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,যারা বিএনপির নাম ব্যবহার করে এধরণের ন্যাক্কারজনক কাজ করেছে তাদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টামূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ বাহিনী সহ অনান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদলের উর্দ্ধতন নেতা-নেতৃবৃন্দের এসব দুস্কৃতকারীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা এবং ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন। লালপুর থানার ওসি নাজমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris