অর্থআত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ থাকায় আলোচিত ব্যবসায়িক গ্রুপ নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলামের স্ত্রী ও গ্রুপটির পরিচালক ইসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৮এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক মো. মাসুদুর রহমান নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আবেদনে বলা হয়েছে, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ও সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের নামে জাল জালিয়াতি, প্রতারণা ও ঘুষ দুর্নীতির মাধ্যমে ব্যাংক হতে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ে অভিযোগ রয়েছে। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য মতে, দেশের বর্তমান বাস্তবতায় ইসরাত জাহান (নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের স্ত্রী) দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই ব্যক্তির ব্যক্তির বিদেশ গমন রহিত করা আবশ্যক।-এফএনএস