স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুর উপজেলার গোসাইপুর মিল্কীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিল্লুর রহমানকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদানসহ ঘোড়া গাড়ীতে বসিয়ে রাজকীয় ভাবে বিদায় জানিয়েছেন স্থানীয়রা। তিনি দীর্ঘ ৪৪ বছর যাবত মসজিদটিতে পেশ ইমাম হিসেবে দায়ীত্ব পালন করেছেন বলে জানা গেছে। নানা প্রজাতির ফুল ও বিভিন্ন রঙের বেলুন দিয়ে বাহারি সাজে সুসজ্জিত করা হয় ঘোড়া গাড়ী। এই ঘোড়া গাড়ীতে পেশ ইমামকে বসিয়ে রাজকীয় ভাবে বিদায় দেওয়া হয়। ঘোড়ার গাড়ীর সাথে মোটরসাইকেলের শোভাযাত্রা বের করেন স্থানীয়রা। বিষয় শনিবার (০৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলার জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে পেশ ইমামকে বিদায় দেওয়া হয়। লালপুরের ইতিহাসে এই প্রথম ব্যতিক্রম আয়োজনে মসজিদের পেশ ইমামকে রাজকীয় বিদায় দেওয়া হয় বলে জানা গেছে। মতামত,মসজিদটির বিদায়ী পেশ ইমাম মাওলানা জিল্লুর রহমান স্থানীয়দের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে অশ্রু ভেজা চোখে বলেন,আমি এই এলাকার মানুষদের পবিত্র কুরআন শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছি। আমার অনেক বয়স হয়েছে। যে কোন সময় আপনাদের এবং এই পৃথিবী ছেড়ে পরকালে চলে যেতে হবে। চলার পথে আপনাদের মনে কোন প্রকার কষ্ট দিয়ে থাকলে এবং ভুল করলে ক্ষমা করে দিবেন। মসজিদ কমিটির সভাপতি সাইদুর রহমান বলেন, যিনি দীর্ঘ ৪৪ বছর যাবত দ্বীনের শিক্ষায় আমাদের আলোকিত করেছেন। মুসল্লিারা দীর্ঘদিন যার পিছনে নামাজ আদায় করেছেন। সেই পেশ ইমাম সাহেবের বিদায়ের দিনটি আমাদের জন্য বিদনার।