শুক্রবার

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
১০০ প্রভাবশালীর তালিকায় নেই ভারতীয় কেউ, আছেন বাংলাদেশের ড. ইউনূস ভিনগ্রহে প্রাণের অস্তিত্ত্বের শক্ত প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা নাচোলে সাংবাদিক শিশিরের ইন্তেকাল গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ আদালতে সৌদি রাষ্ট্রদূত ঈসাকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ হারাতে হলো পিতাকে রাজশাহীতে কলেজ ছাত্রীর নগ্ন ছবি প্রস্ততকারী মুন্না পুঠিয়া থেকে গ্রেফতার পত্নীতলায় ভূমি অফিসের দুর্নীতির প্রতিকার চেয়ে দুদক ও ডিসিকে অভিযোগ রাজশাহীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে সংবর্ধনা দেশের কম দরিদ্র বিবেচনায় রাজশাহী বিভাগ তৃতীয়তম

নওগাঁয় যক্ষ্মা দিবস উপলক্ষে ম্যান্ডেটরি নোটিফিকেশন পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

Paris
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সুমন আলী, নওগাঁ : ‘প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া’ এই স্লোগানে নওগাঁয় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে গ্রাজুয়েট স্বাস্থ্য সেবাপ্রদানকারী ও অন্যান্য অংশীজনদের নিয়ে ম্যান্ডেটরি নোটিফিকেশন পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন, ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী, বিএমএ নওগাঁর সভাপতি ইসকেন্দার হোসেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যাপক লুৎফর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রী, জেলা জেলা ব্যবস্থাপক ফিরোজ শাহ মিয়া ও অনুপ কুমার দাস। সভায় বাংলাদেশ ও নওগাঁয় যক্ষ্মা পরিস্থিতি নিয়ে প্রেজেন্টেশন তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. জয়িতা সাহা। তিনি জানান, ২০২৪ সালে সারাদেশে ৩০ লাখের বেশি লোকের পরীক্ষা করে মোট ৩ লাখ ১৩ হাজার ৬২৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। নওগাঁতে ২০২৪ সালে ৪ হাজার ৪ জনের যক্ষ্মা শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় মোট ৩৭ হাজার ৩ জন যক্ষ্মা পজিটিভ রোগী রয়েছে। যক্ষ্মা শনাক্তে সক্ষমতা বেড়েছে। যক্ষ্মা শনাক্তের জন্য জেলার ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট মেশিন আছে। এরআগে সকাল ১১টায় একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 


আরোও অন্যান্য খবর
Paris