শুক্রবার

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
১০০ প্রভাবশালীর তালিকায় নেই ভারতীয় কেউ, আছেন বাংলাদেশের ড. ইউনূস ভিনগ্রহে প্রাণের অস্তিত্ত্বের শক্ত প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা নাচোলে সাংবাদিক শিশিরের ইন্তেকাল গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ আদালতে সৌদি রাষ্ট্রদূত ঈসাকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ হারাতে হলো পিতাকে রাজশাহীতে কলেজ ছাত্রীর নগ্ন ছবি প্রস্ততকারী মুন্না পুঠিয়া থেকে গ্রেফতার পত্নীতলায় ভূমি অফিসের দুর্নীতির প্রতিকার চেয়ে দুদক ও ডিসিকে অভিযোগ রাজশাহীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে সংবর্ধনা দেশের কম দরিদ্র বিবেচনায় রাজশাহী বিভাগ তৃতীয়তম

বাসাস রাজশাহী জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক

Paris
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক, দোয়া ও ইফতার মাহফিল সোমবার (১৭ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরী টি-বাঁধ সংলগ্ন একটি কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহী জেলা শাখার সভাপতি জাহিদ হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেরা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু। বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক সাইফুল ইসলাম হিরক, বাংলাদেশ সাংবাদিক সংস্থা নির্বাচন কমিশনার ও প্রতিষ্ঠাতা আহ্বায়ক সরকার শরীফুল ইসলাম, নির্বাচন কমিশনার পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর সাবেক সভাপতি জাকির হোসেন রিপন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম ইমন। বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলুর সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহাগরের সভাপতি গুলবার আলী জুয়েল, সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতাসহ বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখা কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্য এবং সিটি প্রেস ক্লাব সদস্যগণ। উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিক সংস্থার উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। এই সংগঠনটি যেন আগামীতে আরো বড় আকার ধারন করে সে বিষয়ে বিশেষ খেয়াল রাখার আহ্বান জানান এবং পরামর্শ প্রদান করেন। সেইসাথে বস্তুনিষ্ট তথ্য উপস্থাপন ও সততার সাথে সাংবাদিকতা করার জন্য পরামর্শ দেন তারা। শেষে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়। এদিকে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অত্র সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।


আরোও অন্যান্য খবর
Paris