মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার সেই প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা কামাল হোসেন। তিনি বিএনপি বাগমারা উপজেলা শাখার সদস্য সচিব।শুক্রবার প্রথম আলোর অনলাইনে “ স্বামীর-স্ত্রীসহ ৮ সদস্যের পরিবারে ৬ জনই প্রতিবন্ধী” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসায় বিএনপি নেতা কামাল হোসেন প্রতিবন্ধী পরিবারের কাছে ছুটে যান। এসময় তাঁর সঙ্গে দলীয় কয়েকজন নেতা-কর্মী ছিলেন। এসময় তিনি স্বচক্ষে পরিবারটির অসহায়ত্ব দেখেন। পরিবারের বাকশক্তি থাকা সদস্যদের সঙ্গে কথা বলেন। কীভাবে তাঁরা সুস্থ -স্বাভাবিক জীবন থেকে প্রতিবন্ধী হলেন সে গল্প শোনেন। এক পর্যায়ে বিএনপির ওই নেতা আবেগতাড়িত হয়ে পড়েন। পরে তিনি সঙ্গে করে নিয়ে যাওয়া গোটা পরিবারের জন্য উপহার হিসেবে ঈদের বাজার ও নগদ অর্থ টাকা তুলে দেন। কামাল হোসেন জানান, সকালেই সংবাদটি তাঁর নজরে আসে। এরকম অসহায় পরিবারের কাহিনি পড়ে ব্যতিত হয়েছেন। নিজের দায়িত্ববোধ ও বিবেকতাড়িত হয়ে তিনি প্রতিবন্ধী পরিবারের কাছে ছুটে এসেছেন। আরিকুল্লাহ-রেজিয়া দম্পতির বাড়ি রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে। তাঁরাসহ পরিবারের মোট সদস্য আটজন। তাঁদের মধ্যে ছয়জনই শারীরিক প্রতিবন্ধী। যদিও কেউই প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেননি। ১১-১২ বছর বয়সে এসে অসুস্থতা থেকে পঙ্গুত্ব বরণ করেছেন তাঁরা। এখন বিনা চিকিৎসায় আর খাবারের সংকটে কোনোমতে দিনযাপন করছেন। তাঁদের দেখভাল করা স্বাভাবিক থাকা ছেলে রেজাউল হক এখন পর্যন্ত বিয়েশাদি করেননি। বিএনপি নেতার উপহার পেয়ে খুশি হয়ে এক প্রতিক্রিয়ায় আরিকুল্লাহ বলেন, এটাই প্রথম কোন ব্যক্তির সহযোগিতা। আপাতত ঈদের দিনে ভালো খাবার খেতে পারবেন।